ফ্রাইড রাইস

খুব সহজেই ঘরে তৈরি করে ফেলুন মজাদার ফ্রাইড রাইস

পোস্ট করা হয়েছে - এপ্রিল ৪, ২০২০

ফ্রাইড রাইস আমার খুব পছন্দের একটা ডিস। চলুন রেসিপিটা দেখে নেই।

উপকরণ

  • চাল (১ কাপ)
  • হাড় ছাড়া মুরগীর মাংস (২৫০ গ্রাম)
  • ডিম (২ টা)
  • পেয়াজ কলি (১ টা)
  • কাঁচা মরিচ (২ টা)
  • মাশরুম (৪-৫ টা)
  • বাঁধাকপি (১০০ গ্রাম)
  • মটরশুটি (১০০ গ্রাম)
  • গাজর (১ টা)
  • শশা (১ টা)
  • সয়া সস (১ টেবিল চামচ)
  • টেস্টিং সল্ট (১ চিমটি)
  • লবন (স্বাদমতো)
  • আইসবার্গ লেটুস (ছোট ১ টা)

ফ্রাইড রাইস

রন্ধনপ্রণালী

ফ্রাইড রাইস সাধারনত লেফট ওয়ার ভাত থেকে তৈরি করা হয়। আপনার যদি লেফট ওভার ভাত না থাকে তাহলে ভাত রান্না করে ঠান্ডা করে ১৫ মিনিট ফ্রিজে রেখে দিতে পারেন।

ডিম দুইটা লবন দিয়ে ফেটিয়ে স্ক্র্যাম্বলড এগের মতো করে ভেজে আলাদা পাত্রে তুলে রাখুন। তারপর মুরগীর মাংস ছোট ছোট করে টুকরা করে হালকা লবন দিয়ে ভেজে আলাদা পাত্রে তুলে রাখুন।

এবার একটা বড় প্যানে তেল নিয়ে তাতে শসা, লেটুস ছাড়া বাকি সবজিগুলো দিতে কয়েক মিনিট ধরে রান্না করতে হবে। এরই মধ্যে ছোট ছোট টুকরা করে কাটা সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার এতে ভাত, ডিম আর ভাজা মুরগীর মাংস দিয়ে দিতে হবে। তারপর ১ টেবিল চামচ সয়া সস, ১ চিমটি টেস্টিং সল্ট আর স্বাদমতো লবন দিয়ে দিন। নামানোর ঠিক আগ মুহুর্তে শসা আর লেটুস দিয়ে একবার নেড়ে নামিয়ে ফেলুন এবং গরম গরম পরিবেশন করুন।

চাইনিজ

    শেয়ার করুন: