আচারি গরুর মাংস

আচারি গরুর মাংসের ভুনার রেসিপি

পোস্ট করা হয়েছে - আগস্ট ২, ২০২০

চলুন দেখে নেয়া যাক সুস্বাদু আচারি গরুর মাংসের ভুনা রান্নার রেসিপি।

উপকরণ

  • গরুর মাংস (১ কেজি)
  • হলুদ গুড়া (১/২ চা চামচ)
  • মরিচ গুড়া (১ চা চামচ)
  • জিরা গুড়া (১/২ চা চামচ)
  • ধনিয়া গুড়া (১/২ চা চামচ)
  • গরম মসলার গুড়া (১ চা চামচ)
  • পাঁচফোড়ন (১ চা চামচ)
  • এলাচ (২ টা)
  • দারুচিনি (২ টুকরা)
  • লবঙ্গ (২ টা)
  • তেজপাতা (১ টা)
  • শুকনা মরিচ (৩ টা)
  • পেয়াজ কুচি (১ কাপ)
  • আদা বাটা (১ চা চামচ)
  • রসুন বাটা (১ চা চামচ)
  • সরিষার তেল (১/২ কাপ)
  • ভাজা জিরার গুড়া (১ চা চামচ)
  • আচের আচার (১ টেবিল চামচ)
  • আদা কুচি (১ চা চামচ)

আচারি গরুর মাংস

রন্ধনপ্রণালী

প্রথমেই গরুর মাংস ধুয়ে মাঝারি আকারের টুকরা করে নিন।

এবার একটি পাত্রে সরিষার তেল নিয়ে তা গরম করুন। এবারে এতে পেয়াজ কুচি দিয়ে দিন। পেয়াজ সামান্য নরম হয়ে এলে তাতে হলুদের গুড়া, মরিচের গুড়া, পাঁচফোড়ন, জিরার গুড়া, ধনিয়ার গুড়া, এলাচ, দারুচিনি, আদা-রসুন বাটা, লবঙ্গ আর তেজপাতা দিয়ে নাড়তে থাকুন। এবারে এতে সামান্য পানি দিয়ে মসলা কষাতে থাকুন।

মসলা কষানো হয়ে গেলে তাতে গরুর মাংস দিয়ে ভালো করে নাড়তে থাকুন। এ সময় চুলার আচ মাঝারি থাকবে। এবারে ১ কাপ গরম পানি দিয়ে ভালো করে নেড়ে ঢেকে রেখে দিন। ১০ মিনিট পর পর মাংস নেড়েচেড়ে দিন, যতক্ষণ না পর্যন্ত মাংস পুরোপুরি সেদ্ধ হয়। স্বাদমতো লবন দিয়ে দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে আর পানি শুকিয়ে এলে তাতে গরম মসলার গুড়া, ভাজা জিরার গুরা আর কিছুটা আদা কুচি দিন। আরো ২-৩ মিনিট রান্না করুন। এ পর্যায়ে ১ টেবিল চামচ আমের আচার দিতে পারেন, যদিও এটা না দিলেও সমস্যা নেই। তবে আচার দিলে স্বাদটা আরো ভাল হয়।

ব্যস তৈরি হয়ে গেল আচারি গরুর মাংসের ভুনা। ভাত, খিচুরি বা পরোটার সাথে এই মাংস অসাধারন লাগে খেতে।

মাংসের তরকারী

    শেয়ার করুন: