ফুচকা

মজাদার ফুচকা তৈরির রেসিপি

পোস্ট করা হয়েছে - আগস্ট ১, ২০২০

আমার সবচেয়ে পছন্দের স্ট্রিটফুড হচ্ছে ফুচকা। চলুন সহজেই ফুচকা তৈরির রেসিপিটা জেনে নেয়া যাক।

উপকরণ

  • ডাবলি (১ কাপ)
  • খাবার সোডা (১/২ চা চামচ)
  • পেয়াজ কুচি (১ টা)
  • শুকনো মরিচের ফ্লেক (১ চা চামচ)
  • চটপটির মসলা (১ চা চামচ)
  • লবন (স্বাদমতো)
  • তেঁতুল (২৫০ গ্রাম)
  • শসা কুচি (পরিবেশনের জন্য)
  • ধনে পাতা কুচি (পরিবেশনের জন্য)
  • পেয়াজ কলি (পরিবেশনের জন্য)
  • বীটলবন (১ চা চামচ)
  • ফুচকা

ফুচকা

রন্ধনপ্রণালী

প্রথমেই ফুচকা তৈরি করে নিন। আমি এই রেসিপির জন্য বাজারের রেডিমেড ফুচকা ব্যবহার করেছি। এগুলো বাসায় এনে ডুবো তেলে ভেজে ফেললেই তৈরি হয়ে যায়। আপনি চাইলে নিজেও ফুচকা তৈরি করে নিতে পারেন।

ফুচকা

এবারে আপনাকে ঘুগনি তৈরি করে নিতে হবে। আমার এই সাইটে ইতোমধ্যেই ঘুগনি তৈরির রেসিপি দেয়া আছে। সেটা এখান থেকে দেখে নিতে পারেন।

টক তৈরির জন্য প্রথমেই তেঁতুল ১ কাপ পানিতে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এবারে তেঁতুল চটকে তেঁতুলের মাড় বের করে নিন। এবারে আপনার পছন্দমত ঘনত্ব দিতে প্রয়োজনমত পানি যোগ করুন। এবারে এতে ১ চা চামচ বীটলবন, ১ চা খাবার লবন, ১ চা চামচ শুকনো মরিচের গুড়া আর ১ টেবিল চামচ চটপটির মসলা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। স্বাদ বাড়াতে চাইলে সামান্য ধনে পাতা কুচিও যোগ করতে পারেন।

এবারে ফুচকার মধ্যে ছোট গর্ত করে তাতে ঘুগনি দিয়ে পূর্ণ করুন। উপরে সামান্য শসা কুচি, পেয়াজ কুচি, ধনে পাতা কুচি আর চটপটির মসলা দিন। এবারে ১ বাটি টকের সাথে পরিবেশন করুন।

নাস্তা স্ট্রিটফুড

    শেয়ার করুন: