চালকুমড়া ভাজির রেসিপি

খুব সহজে চালকুমড়া ভাজির রেসিপি

পোস্ট করা হয়েছে - মে ১০, ২০২০

চলুন দেখে নেয়া খুব সহজেই চালকুমড়া ভাজি রান্নার রেসিপি।

উপকরণ

  • চালকুমড়া (১ টা)
  • কাঁচা মরিচ (২-৩ টা)
  • পেয়াজ (১ টা)
  • হলুদের গুড়া (১ চা চামচ)
  • মরিচের গুড়া (১ চা চামচ)
  • লবন (স্বাদমতো)
  • তেল (১ টেবিল চামচ)

চালকুমড়া ভাজি

রন্ধনপ্রণালী

প্রথমেই চালকুমড়া ধুয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। আপনি চাইলে কেটে কুচি কুচি করেও নিতে পারেন। এবারে একটা পাত্রে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি ছেড়ে দিন। এরপর এতে হলুদের গুড়া, মরিচের গুড়া আর লবন দিন। ভালোভাবে নেড়ে এতে চালকুমড়া দিয়ে দিন। এবারে নাড়তে থাকুন। কিছুক্ষন পরে ঢেকে দিন।

এতে কোন অতিরিক্ত পানি যোগ করার প্রয়োজন নেই, কারন চালকুমড়া থেকেই অনেক পানি বের হবে, সেই পানিতেই এটা সেদ্ধ হয়ে যাবে। এবারে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। পানি প্রায় শুকিয়ে এলে এতে কয়েকটা কাঁচামরিচ মাঝখানে ফালি করে দিয়ে দিন। ২-৩ মিনিট পর নামিয়ে ফেলুন।

ভাজি

    শেয়ার করুন: