ফুলকপির চপ

সুস্বাদু ফুলকপির চপ তৈরির রেসিপি

পোস্ট করা হয়েছে - জুলাই ২৬, ২০২০

চলুন দেখে নেয়া যাক, খুব সহজেই সুস্বাদু ফুলকপির চপ তৈরির রেসিপি।

উপকরণ

  • ফুলকপি (১ টা)
  • বেসন (১ কাপ)
  • হলুদের গুড়া (১ চা চামচ)
  • মরিচের গুড়া (১/২ চা চামচ)
  • তেল (ভাজার জন্য)
  • লবন (স্বাদমতো)

ফুলকপির চপ

রন্ধনপ্রণালী

প্রথমেই ফুলকপি বড় বড় টুকরা করে কেটে ধুয়ে নিন। এবারে একটা পাত্রে পানি নিয়ে তাতে ১ চা চামচ লবন দিয়ে ফুলকপিগুলো সেদ্ধ করতে দিন। ফুলকপি প্রায় ৮০% সেদ্ধ হয়ে গেলে তা পানি থেকে তুলে একটা পাত্রে তুলে রাখুন।

বেসনের ব্যাটার তৈরির জন্য বেসনে ১ চা চামচ হলুদের গুড়া, ১/২ চা চামচ মরিচের গুড়া আর ১ চা চামচ লবন দিন। এবারে মোটামুটি পানি দিয়ে প্যানকেকের ব্যাটারের মত মিশ্রন তৈরি করুন। লক্ষ্য রাখুন ব্যাটারে যেন কোন দানা না থাকে। এবারে এতে সেদ্ধ করা ফুলকপিগুলো ডুবিয়ে মাঝারি আচে বাদামী করে ভেজে তুলে ফেলুন। গরম গরম পরিবেশন করুন।

নাস্তা ইফতার

    শেয়ার করুন: