নারিকেল গুড়ের নাড়ু

মজাদার নারিকেল গুড়ের নাড়ু তৈরির রেসিপি

পোস্ট করা হয়েছে - জানুয়ারি ১, ২০২২

চলুন দেখে নেয়া যাক, মজাদার নাস্তা নারিকেল গুড়ের নাড়ু তৈরির রেসিপি।

উপকরণ

  • নারিকেল কোড়ানো (২০০ গ্রাম)
  • গুড় (২ কাপ)
  • নারিকেলের দুধ (১০০ মিলি)
  • দুধ (১০০ মিলি)
  • এলাচ (২ টা)
  • তেজপাতা (২ টা)
  • দারুচিনি (২ টুকরা)
  • মুড়ির গুড়া (২ টেবিল চামচ)

নারকেল গুড়ের নাড়ু

রন্ধনপ্রণালী

এই রেসিপিতে গুড়ের পরিমান একটু বেশি লাগবে। প্রতি ১০০ গ্রাম নারিকেল কোড়ানোর জন্য ১ কাপ পরিমান গুড় নিতে হবে।

প্রথমেই একটা পাত্রে নারিকেলের দুধ আর দুধ নিয়ে তাতে এলাচ, দারুচিনি, তেজপাতা আর গুড় দিয়ে দিন। গুড় গলে গেলে তাতে কোড়ানো নারিকেল দিয়ে দিন। এবারে দুধ শুকিয়ে সম্পূর্ণ মিশ্রনটা আঠালো হয়ে না যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। এবারে নামিয়ে সামান্য ঠান্ডা হতে দিন।

সবশেষে গোল গোল নাড়ুর আকৃতিতে তৈরি করে মুড়ির গুড়ার উপর দিয়ে গড়িয়ে নিন। এতে করে নাড়ু একে অন্যের গায়ের সাথে লেগে থাকবে না। সবশেষে পরিবেশন করুন।

নাস্তা

    শেয়ার করুন: