শিম, আলু দিয়ে রুই মাছের তরকারি

শিম, টমেটো আর আলু দিয়ে রুই মাছের তরকারির রেসিপি

পোস্ট করা হয়েছে - মে ২, ২০২০

শীতের সবজি দিয়ে রুই মাছের ঝোল খুব মজার তরকারী। চলুন খুব সহজেই শিখে নেয়া যাক রেসিপিটা।

উপকরণ

  • রুই মাছ (৬ টুকরা)
  • টমেটো (৩ টা)
  • শিম (১০-১৫ টা)
  • আলু (২ টা)
  • পেয়াজ (১ টা)
  • হলুদের গুড়া (১/২ চা চামচ)
  • মরিচেের গুড়া (১/২ চা চামচ)
  • কাঁচা মরিচ (২-৩ টা)
  • লবন (স্বাদমতো)
  • ধনে পাতা (পরিবেশনের জন্য)

শিম, আলু দিয়ে রুই মাছের তরকারি

রন্ধনপ্রণালী

প্রথমেই রুই মাছের টুকরোগুলো ধুয়ে সামান্য হলুদের গুড়া মাখিয়ে হালকা করে তেলে ভেজে আলাদা করে তুলে রাখুন।

এবারে একটা পাত্রে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি দিন। পেয়াজ একটু নরম হয়ে গেলে তাতে হলুদের গুড়া, মরিচের গুড়া আর লবন দিয়ে নাড়ুন। এ অবস্থায় মিডিয়াম সাইজের কিউব করে কাটা টমেটো, খোসা ছাড়ানো অর্ধেক করে কাটা শিম আর লম্বা লম্বা করে কাটা আলুর টুকরা দিয়ে দিন। হালকা নেড়ে ১ কাপ পানি দিয়ে দিন। কিছুক্ষনের মধ্যেই আলু আর শিম সেদ্ধ হয়ে যাবে এবং টমেটো নরম হয়ে ঝোল মাখা মাখা হয়ে যাবে। এ অবস্থায় ভাজা মাছ ছেড়ে দিয়ে আরো ২-৩ মিনিট রান্না করুন। সবশেষে উপরে ধনে পাতা ছিটিয়ে পরিবেশন করুন।

মাছের তরকারী

    শেয়ার করুন: