টমেটো ভর্তা

খুব সহজেই শিখে নিন মজাদার টমেটো ভর্তা রেসিপি

পোস্ট করা হয়েছে - এপ্রিল ১৫, ২০২০

টমেটো আমার খুবই পছন্দের সবজি। চলুন দেখে নেই টমেটো ভর্তার রেসিপি।

উপকরণ

  • টমেটো (৪-৫ টা)
  • কাঁচা মরিচ (২-৩ টা)
  • পেয়াজ (বড় সাইজের ১ টা)
  • ধনে পাতা (২ টেবিল চামচ)
  • সরিষার তেল (১ টেবিল চামচ)
  • লবন (স্বাদমতো)

টমেটো ভর্তা

রন্ধনপ্রণালী

প্রথমেই টমেটো ধুয়ে নিয়ে কিউব করে কেটে নিয়ে চুলায় একটি প্যানে বসিয়ে দিন। এবার এটিকে ভাল বলে সেদ্ধ করতে থাকুন। কিছুক্ষনের মধ্যেই সমস্ত টমেটো গলে যাবে। কোন বড় টুকরা থাকলে খুনতি দিয়ে ভেঙ্গে নিন। টমেটোর রস শুকিয়ে এলে একটা বাটিতে নিয়ে নিন।

এবারে বাটিতে পেয়াজ কুচি, ধনে পাতা কুচি আর কাঁচামরিচ কুচি সরিষার তেল আর লবন দিয়ে ভালো করে চটকে নিন। এবারে এটাকে টমেটোর সাথে ভালো করে চটকে ভর্তা করে পরিবেশন করুন।

ভর্তা

    শেয়ার করুন: